২০৯. ২৩ অক্টোবর আত্মসমর্পণের হিড়িক

এফ এম খান

<৬,২০৯,৩৫৮>

সংবাদপত্রঃ মুক্তবাংলা

তারিখঃ ২৩ অক্টোবর, ১৯৭১

.

[মুক্তবাংলার সম্পাদক ‘দ-জ’। মুক্তবাংলা প্রকাশনী, বাংলাদেশ। পত্রিকাটি শত্রুসেনা পরিবেষ্টিত কোন স্থান থেকে সাইক্লোস্টাইলে প্রকাশিত এক পাতার ক্ষুদে পত্রিকা। সম্পাদকের নাম সাংকেতিক ভাবে ব্যাবহার করা হয়েছে এবং প্রকাশকের ঠিকানা গোপন রাখা হয়েছে। এটা একটি সাপ্তাহিক পত্রিকা বলে প্রতীয়মান হয়। বর্ষ ও সংখ্যা অনুল্লেখিত।]

 

.

  আত্মসমর্পনের হিড়িক

২০শে অক্টোবর মনোহরদিস্থিত পাক বাহিনীর ঘাঁটি হইতে পলায়ন করিয়া বেঙ্গল রেজিমেন্টের ২২ জন ও ৭ জন রাজাকার অস্ত্রশস্ত্র সহ মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। সাক্ষাতকারে তাহারা আমাদের প্রতিনিধিকে জানান যে,মাতৃভূমির স্বাধীনতা রক্ষার পবিত্র দায়িত্বে অংশগ্রহণ করার জন্য অনেকদিন হইতেই সুযোগের অপেক্ষায় ছিলাম।সুযোগ পাইলেই পাক বাহিনীর বাঙ্গালী সৈন্যগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিবে। ইতিমধ্যে কাপাসিয়া, কালিগঞ্জ,জয়দেবপুর, শিবপুর, রায়পুর থানা সহ বিভিন্ন স্থান হইতে আত্মসমর্পণের খবর আসিয়াছে।

      “তোমরা আমাকে রক্ত দাও-আমি তোমাদের স্বাধীনতা দিব”

Scroll to Top