যুদ্ধপরিস্থিতি সংক্রান্ত জনৈক মুক্তিযোদ্ধার চিঠি

শিরোনাম উৎস তারিখ
৫৩। যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত জনৈক মুক্তিযোদ্ধার চিঠি ১১ নং সেক্টরের দলিলপত্র ২৮ অক্টোবর ১৯৭১

 

কম্পাইল্ড বাইঃ Aadrita Mahzabeen 
<১১, ৫৩, ৫১২>

 

ডালু এম এফ

হেড কোয়ার্টার

 

জনাব মেজর সাহেব,

 

আমার ছালাম নিবেন। পর সমাচার এই যে, গত ২৭-১০-৯১ বিকাল ৩ ঘটিকার সময় একটা পার্টি লইয়া পেট্রোলে যাই। এবং ফরেস্ট অফিসের সামনে বড় উঁচু একটা পাহাড়ে উঠিয়া অনেক নতুন ও পুরানো বাংকার দেখিতে পাইলাম। আর ফেফারী এলাকায় একটা পাহাড়ে তাহাদের ও পি পোস্ট তৈয়ার করিতেছে এবং টেলিফোনের তার লাগাইয়া মাটির সাথে ফেলাইয়া তৈয়ার করিয়াছে। ওরা সব ঠিক করিয়া যাওয়ার পর আমরা উক্ত টেলিফোনের তার সন্ধ্যা ৭টায় ৩৩ গজ কাটিয়া আনি এবং ওরা যখন জানিতে পাইল আমরা ওদের ফোন লাইন কাটিয়া দিয়াছি তখন আমাদের উপরে ফায়ার দেয় এবং আমরাও ১৫০ রাউন্ড গুলি ফায়ার দেই। স্টেনগানে ৫০ রাউন্ড ফায়ার দিয়া ফিরিয়া আসি। খোদার ফজলে আমাদের কোন ক্ষতি হয় নাই। আমরা নিরাপদেই ওদের টেলিফোন লাইন নষ্ট করিয়া ৩৩ গজ তার নিয়া আসিয়াছি এবং উক্ত তার আপনাদের এখানে পাঠাইলাম।

 

ইতি-

স্বাঃ/মোহাম্মদ আলী

পানিহান্তা এম এফ ক্যাম্প

 

তাং-২৮-১০-৭১

Scroll to Top