যুদ্ধপরিস্থিতি সংক্রান্ত জনৈক মুক্তিযোদ্ধার চিঠি

শিরোনাম উতস তারিখ
৫১) যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত জনৈক মুক্তিযোদ্ধার চিঠি

 

১১ নং সেক্টরের দলিলপত্র

 

২০ অক্টোবর ১৯৭১

 

 

 

কম্পাইল্ড বাইঃ নীলাঞ্জনা অদিতি

<১১, ৫১, ৫১০>

 

প্রিয় স্যার,

 

সবিনয় নিবেদন এই আমরা ১৪/ ৯/ ৭১ ইং তারিখ ভালুকায় পৌঁছিয়াছি। পথে পাক ফৌজের ঘেরাওয়ের মধ্যে পরিয়া ৫ / ৬ ঘন্টা যুদ্ধ হয়। ১০ জন মুক্তিযোদ্ধা শহীদ হইয়াছে ১৭ জন পাকসেনা ও রাজাকার নিহত হইয়াছে। আমি অনেক পূর্বেই সংবাদ দেবার চেষ্টা করিয়াছি শওকত আলীকে পাঠাইয়াছিলাম সে পথিমধ্যে রাজাকারদের হাতে ধরা পরিলে তাহাকে কৌশলে মুক্ত করা হইয়াছে। আমি আফছার উদিন সাহেবের সঙ্গে থাকিয়া মুক্তিফৌজের ডাক্তার হিসেবে কাজ করিতেছি। আমাদের এখানে ১৮০/১৯০ মাইল পর্যন্ত মুক্ত এলাকা। আমি আসিয়া অনেক ছেলে পাঠাইলাম। আমি দেশে গিয়া দেশের খুব শোচনীয় অবস্থা দেখিয়াছি। আমরা ঐ সময় দেশে পৌছিতে না পারিলে বহূ লোক রাজাকারে চলিয়া যাইত। আমাদের ভালুকার মুক্তিযোদ্ধার অস্ত্র ছাড়িয়া অনেকেই আত্মগোপন করিয়াছিল। আমার বাড়ি ঘর বলতে কিছুই নাই। পাক সেনারা পোড়াইয়া ফেলিয়াছে। নিবেদন ইতি।

                                                                                                                                                              আপনার বিশ্বস্ত

 

স্বাঃ অস্পষ্ট                                                                                                                                                                   ডাঃ উদ্দিন                                                                                                                                                                    ২০ / ১০/ ৭১

Scroll to Top