পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে লেঃ জেঃ টিক্কা খানের শপথ গ্রহণ সংক্রান্ত খবর

<02.187.720>
পাতাঃ ৭২১

 

শিরোনাম সূত্র তারিখ
পুর্ব পাকিস্থানের গভর্ণর হিসাবে লেঃ জেঃ টিক্কা খানের শপথ গ্রহণ সংক্রান্ত খবর দৈনিক ইত্তেফাক ১০ই মার্চ, ১৯৭১

 

পরিচালক পদে লেঃ জেঃ টিক্কা খান

(স্টাফ রিপোর্টার)

 

            গতকাল (মঙ্গলবার) গভীর রাত্রে পি.পি.আই. এবং এনা পরিবেশিত খবরে প্রকাশ, চীফ মার্শাল এডমিনিস্ট্রেটর সংশ্লিষ্ট বিধি পরিবর্তন করিয়া লেঃ জেঃ টিক্কা খান এস. পি.-কে-কে ‘খ’ অঞ্চলের মার্শাল ল’ এডমনিস্ট্রেটর নিয়োগ করিয়াছেন। তাঁহার এই নিয়োগ গত ৭ই মার্চ হইতে কার্যকরী হইবে।

 

            এখানে উল্লেখ করা যাইতে পারে যে, চীফ মার্শাল ল’ এডমিনিস্ট্রেটর লেঃ জেঃ টিক্কা খান এস. পি.-কে-কে গত ৬ই মার্চ পূর্ব পাকিস্থানের গভর্ণর নিয়োগ করেন এবং নূতন দায়িত্বভার গ্রহণের জন্য ৭ই মার্চ তিনি ঢাকা পৌঁছেন।

 

            গতকাল বি.বি.সি.-র এক খবরে বলা হয় যে, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নির্দেশ অনুযায়ী ঢাকা হাইকোর্টে হরতালের দরুন কোন বিচারপতি পূর্ব পাকিস্থানের নবনিযুক্ত সামরিক গভর্ণরের শপথ অনুষ্ঠান পরিচালনা করিতে সম্মত হইতেছে না। ফলে নয়া গভর্ণরের কার্যভার গ্রহণ করিতে বিলম্ব হইতেছে।*

 

            *তৎকালীন পূর্ব পাকিস্থানের প্রধান বিচারপতি বি. এ. সিদ্দিকী ১৯৭১ সালের ৯ই মার্চ গভর্ণর হিসাবে জেনারেল টিক্কা খানের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Scroll to Top