পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণের পক্ষে বক্তব্য

<02.107.492>

 

শিরোনাম  – পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণের পক্ষে বক্তব্য

সূত্রদৈনিক পূর্বদেশ

তারিখ৩০ নভেম্বর,১৯৬৯

 

পূর্ব পাকিস্তানের নাম কী হবে?

                                                           ( স্টাফ রিপোর্টার)

পশ্চিম পাকিস্তানের এক ইউনিট বাতিলের সিদ্ধান্ত গ্রহনের প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের নাম স্বাভাবিকভাবেই ‘পূর্ব বাঙলা’ হবে।পুণরায় প্রদেশের নামকরণ ‘পূর্ব বাঙলা’ না করে শুধুমাত্র ‘বাংলা’ নাম রাখার জন্য বিভিন্ন মহল সুপারিশ করেছেন।

 

বাংলাদেশ বিভক্ত হওয়ার পর পাকিস্তানে বেশীরভাগ অংশ পড়েছে,এই যুক্তিতে সংখ্যাগুরুরাই কেবলমাত্র মূল নামে পরিচিত হওয়ার দাবী করতে পারে।

 

বিভিন্ন মহল বলেছে,এক ইউনিট বাতিলের পর সিন্ধু,বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তাদের আগের নামে পরিচিত হবে।পশ্চিম পাঞ্জাব বাহওয়ালপুর তাদের আগের নাম পশ্চিম পাঞ্জাব হিসেবে পরিচিত হতে চলেছে।এই মহল ‘পশ্চিম পাঞ্জাব’ এর নামও শুধুমাত্র ‘পাঞ্জাব’ই হওয়া উচিত বলে অভিমত দিচ্ছেন ,কারণ বিভক্ত পাঞ্জাবের অধিকাংশ এলাকা বর্তমানে পাকিস্তানে।

 

Scroll to Top